Sunday, June 7, 2015

উত্তরা ইউনিভার্সিটিতে বইমেলার উদ্বোধনী


উত্তরা ইউনিভার্সিটিতে বইমেলার উদ্বোধনী

Web2015ছাপা পাঠ্যবই বিতরণের পরিবর্তে সরকার শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার (৭ জুন) দুপুর ১২টায় রাজধানীর উত্তরা ইউনিভার্সিটি আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। প্রথমে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের কথা বলায় অনেকেই পাগলের প্রলাপ বলে আখ্যায়িত করেছিলেন। কিন্তু এখন দেশে সাড়ে ২৩ হাজার প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ রয়েছে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রযুক্তির উৎকর্ষতার কোনো বিকল্প নেই। আর তাই আমরা চিন্তা করছি ছাপা পাঠ্যবইয়ের পরিবর্তে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেবো। এসব ট্যাবে পাঠ্যবই ডাউনলোড করে দেওয়া হবে।

এ বছরই সবার হাতে ট্যাব তুলে দেওয়া হয়তো সম্ভব হবে না। তবে ভবিষ্যতে যাতে দেওয়া যায় সে বিষয়ে চিন্তা-ভাবনা চলছে বলেও জানান শিক্ষামন্ত্রী। বইয়ের গুরুত্বের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বই পড়ার কোনো বিকল্প নেই। প্রযুক্তি ব্যবহার করতে হলেও তা আগে জানতে হবে। না জানলে তো প্রযুক্তি ব্যবহারই করতে পারবে না।

বইমেলার উদ্যোগ নেওয়ায় উত্তরা ইউনিভার্সিটির প্রশংসা করেন শিক্ষামন্ত্রী।  তিনি বলেন, উত্তরা ইউনিভার্সিটির মতো অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও বইমেলার বিষয়ে নজর দিতে পারে। এতে শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ বাড়বে। বই মানে তো এই না যে, ফেব্রুয়ারি এলেই গোটা চারেক বই কিনলাম। বই সব সময়ের জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ফোকলোরবিদ অধ্যাপক শামসুজ্জামান খান। সাতদিনব্যাপী এ বইমেলা চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।

লেখাপড়া২৪.কম/বানি/সং/স্বশা-৩০৩৯

Monday, April 27, 2015

Uttara University Own Campus

Uttara University Own Campus

Physical Education 1st Class in UU Own Campus

IMG_4761
Click for Details
Posted Date: 21 Apr 2015

রাষ্ট্রপতি কর্তৃক অ্যাওয়ার্ড পেলেন আইন বিভাগের সহ: অধ্যাপক মোঃ নান্নু মিয়া

Law-cover
Click for Details

Posted Date: 03 Apr 2015


Uttara University’s 31st Academic Council Meeting held at its Permanent Campus

Top_Pictures
Read More
Posted Date: 10 Apr 2015

Uttara University Official Facebook Page

Click Here to see our Facebook Page
Posted Date: 10 Mar 2015

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন

IMG_0073
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
উপলক্ষে সম্প্রতি ভারতের কোলকাতাস্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিন পর্বের অনুষ্ঠানে মাতৃভাষার হালহকিকত বিষয়ে বক্তৃতা, কবিতাপাঠ ও ছাত্র-ছাত্রীদের নাচ-গানের আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক উদয়কুমার চক্রবর্তী। বাংলাভাষা চর্চা বিষয়ে মনোজ্ঞ আলোচনা করেন ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক চিত্তব্রত পালিত ও 'স্কুল অব ল্যাঙ্গুয়েজ এন্ড লিঙ্গুইসিটকস্'-এর প্রধান মহীদাস ভট্টাচার্য, বাংলাদেশের উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আজিজুর রহমান ও উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমিন আরা।—প্রেস বিজ্ঞপ্তি, দৈনিক ইত্তেফাক, ০২ মার্চ, ২০১৫ ইং (লিংক)
Posted Date: 2 Mar 2015
lhttp://www.uttarauniversity.edu.bd/Gallery/Physical%20Education%201st%20Class%20in%20UU%20Own%20Campus.html
রাষ্ট্রপতি কর্তৃক অ্যাওয়ার্ড পেলেন আইন বিভাগের সহ: অধ্যাপক মোঃ নান্নু মিয়া। PDF Print E-mail
 মৌলিক ও উদ্ভাবনীমূলক গবেষণা কর্মের স্বীকৃতি হিসেবে অধিক সম্মানিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) অ্যওয়ার্ড-২০১৩ পেলেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহ.অধ্যাপক মোঃ নান্নু মিয়া। গত ২৯ মার্চ বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইউজিসি পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ আব্দুল হামিদ সহ.অধ্যাপক মোঃ নান্নু মিয়ার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলেদেন। ইউজিসির মাননীয় চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ (এমপি) সহ ইউজিসির মাননীয় সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বেশ কয়েকজন মাননীয় মন্ত্রী, প্রতি-মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যানসেলর, প্রো- ভাইস চ্যানসেলর, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অ্যওয়ার্ড প্রাপ্ত সহ.অধ্যাপক মোঃ নান্নু মিয়া উত্তরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবত দেশীয় এবং আন্তর্জাতিক আইন গবেষনায় নিয়োজিত রয়েছেন। সংবাদ লিংক: লেখাপড়া, প্রবাসীর দিগন্ত, বাংলা নিউজ২৪, সমকাল, প্রথম বার্তা.কম, বিডি নিউজ২৪, ব্রেকিংনি
উজ.কম.বিডি, পাক্ষিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ইভেন্ট বিডি.কম